Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপসহকারী কৃষি কর্মকর্তা

 

 

কি সেবা কিভাবে পাবেন

বাংলাদেশএকটি কৃষি প্রধান দেশ। কৃষিই এই মাড়িয়া ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নেরমূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালেরমধ্যে নেয়ার জন্য  আসুন সেবা নিন ভাল থাকুন।সার ডিলার

৬ নং মাড়িয়াইউনিয়নে একটি মাত্র সার ডিলার।

শাপলা ট্রের্ডাস

প্রো: মো: নাজিম উদ্দিন

পালীবাজার,দুর্গাপুর,রাজশাহী।

এই ইউনিয়নের প্রায় সব কিটনাশক দোকানদার সার বিক্রি করে ।

 

 

খাদ্য উৎপাদন           

মাড়িয়া ইউনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেইপাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছেমাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  সরিষা ওতিল।  কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকারউল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এজেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদিফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলাজাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।

 

  

কৃষি তথ্য সার্ভিস

3D স্লিডের

উল্লেখযোগ্য সংবাদ

 

·                                 ফল পরিচিতি ও চাষাবাদ কৌশল ই-বুক

ফল পরিচিতি ও চাষাবাদ কৌশল ই-বুক

৩ আষাঢ়, ১৪২০

·                                 রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনে কৃষক ভাইদের করণীয়

রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনে কৃষক ভাইদের করণীয়

৭ আষাঢ়, ১৪২০

·                                 গরম পানিতে আম শোধন

গরম পানিতে আম শোধন

২৯ জ্যৈষ্ঠ, ১৪২০

·                                   কাকরোলের চাষ পদ্ধতি

কাকরোলের চাষ পদ্ধতি

২৪ বৈশাখ, ১৪২০


এ আই এস ওয়েবব্লগ

কৃষি তথ্য সার্ভিসের বাংলা ওয়েব সাইটে আপনাদের শুভেচ্ছা ও সুস্বাগতম

কৃষি তথ্য সার্ভিসের বাংলা ওয়েব সাইটে আপনাদের শুভেচ্ছা ও সুস্বাগতম

২২ পৌষ, ১৪১৯

লিখেছেন কৃষিবিদ মো. রেজওয়ানুল ইসলাম

কৃষি তথ্য সার্ভিসের বাংলা ওয়েব সাইটে আপনাদেরশুভেচ্ছা ও সুস্বাগতম। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটিউন্নয়ন সহায়ক গণযোগাযোগ সংস্থা। বিভিন্ন গণমাধ্যমের সফল ও যৌক্তিকব্যবহারের মাধ্যমে উদ্ভাবিত

  বসতবাড়ির নিবিড় ব্যবহার

বসতবাড়ির নিবিড় ব্যবহার

২৩ জ্যৈষ্ঠ, ১৪২০

লিখেছেন এআইএস কৃতসা

বেগুন চাষের উন্নত প্রযুক্তি

বেগুন চাষের উন্নত প্রযুক্তি

১৭ জ্যৈষ্ঠ, ১৪২০

লিখেছেন এ আই এস

ভেষজগুণে সমৃদ্ধ মিষ্টি গাছ স্টিভিয়া

ভেষজগুণে সমৃদ্ধ মিষ্টি গাছ স্টিভিয়া

২ জ্যৈষ্ঠ, ১৪২০

লিখেছেন এ আই এস

আদা ও মরিচের পোকা ও তার দমন ব্যবস্থাপনা

আদা ও মরিচের পোকা ও তার দমন ব্যবস্থাপনা

২৮ অগ্রহায়ণ, ১৪১৯

লিখেছেন এআইএস কৃতসা

আরও ওয়েবব্লগ-এ