Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কিসমত মাড়িয়া ঐতিহাসিক মসজিদ
বিস্তারিত

কিসমত মাড়িয়া মসজিদ :

রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে অবস্থিত প্রাচীন আমলের এক মসজিদের নাম কিসমত মাড়িয়া মসজিদ । ভারতিয় উপমহাদেশের মুসলিম প্রাচীন স্থাপত্য ঐতিহ্য সমৃদ্ধ দৃষ্টিনন্দন এই মসজিদটি উপজেলার মাড়িয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামে অবস্থিত এবং মসজিদটি দক্ষিণ পার্শ্ব ঘেষা গ্রামের নাম কিসমত মাড়িয়া । তাই নিকটবর্তি দুই গ্রামের নাম অনুসারে মসজিদটির নাম করণ করা হয়েছে কিসমত-মাড়িয়া মসজিদ ।

 

 

কিসমত মাড়িয়া মসজিদের ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় নি । এই মসজিদটির বর্তমান নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ প্রত্নতত্ব অধিদপ্তর, জাতীয় আর্কাইভস এবং এ্যানসইক্লোপিডিয়া থেকেও তেমন কোন ইতিহাস খুঁজে পাওয়া যায়নি । এমন কি স্থানীয় বয়স্ক লোকজনও এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেনি । তবে মসজিদটির স্থাপত্য শৈলী এবং এই অঞ্চলের অপরাপর প্রাচীন মসজিদের নির্মাণের ধরণ দেখে অনুমান করা য়ায় এটি মুঘোল আমল বা তার কিছু আগে-পরে নির্মিত হতে পারে ।

 

 

প্রাচীন মুসলিম সমাজের গৌরবজ্জল স্থাপত্য শিল্পের স্বাক্ষি,চুন আর শুড়কি দিয়ে তৈরী দৃষ্টিনন্দন কিসমত মাড়িয়া মসজিদ মূল ভূমি থেকে ২-৩ ফুট উঁচুতে নির্মিত । মসজিদের উপরে ৩ (তিন)টি ঐতিহ্যগত গুম্বুজ আছে এবং চার কোনায় ০৪ (চার) টি কারুকাজপূর্ন খুঁটি আছে । পূর্ব পার্শ্বে তিনটি দরজা এবং দুই পার্শ্বে ০২ টি করে মোট ০৪ (চার) টি জানালা আছে ।মসজিদের মুল ভবনটির দৈর্ঘ্য: ৩৬ ফুট, প্রস্থ: ১৪ ফুট এবং উচ্চতা প্রায় ১৮ ফুট ।

 

কিসমত মাড়িয়া মসজিদের মূল অংশের দক্ষিণ পার্শ্বে ঘেষে বাড়ীর মত আর একটি দ্বিতল স্তম্ভ আছে । যদিও নিশ্চিত নয় তবু খুব সম্ভব মসজিদের খাদেম বা ইমামদের বিশ্রামের স্থান ছিল, এই অসাধারণ সুন্দর স্থাপনাটি । এর দৈর্ঘ্য ১২ ফুট প্রস্থ: ০৭ ফুট এবং উচ্চতা প্রায় ১৮ ইঞ্চি ফুট ।  আশ্চর্যজনক বিষয় হলো কোন সিড়ি খুঁজে পাওয়া যায় না বা পূর্বে ছিল এমন কোন চিহৃ দেখা যায়না । পোড়া মাটি রং-এর মসজিদটির পার্শ্বে এই ছোট স্তম্ভটি স্থাপত্য সৌন্দর্য্যের বাড়তি মাত্রা দিয়েছে । কিসমত মাড়িয়া মসজিদে এখনো নিয়মিত স্থানীয় মুসলমানগণ জুম্মার নামাজ এবং ওয়াক্তিয়া নামাজ আদায় করেন।

 

 

কিভাবে আসবেন :

১) রাজশাহী শহর থেকে যে কোন লোকাল বাসে চড়ে প্রায় ২৫ কি:মি: উত্তর দিকে (রাজশাহী-ঢাকা মহাসড়ক ধরে)শিবপুর বাজারে নামতে হবে । ২৫-৩০ মিনিটের পথে বাস ভাড়া লাগবে ১৫-২০ টাকা । (শিবপুর বাজারে দিক নির্দেশক সাইন বোর্ড আছে )

২) শিবপুর বাজার থেকে টেম্পু/ভটভটি/অটো ইত্যাদি স্থানীয় যানবাহনে চড়ে পশ্চিম দিকে প্রায় ০৫(পাঁচ) কি:মি: আসার পর পালি বাজারে নামতে হবে । ১০-১৫ মিনিটের পথে ভাড়া লাগবে ০৫ (পাঁচ) টাকা ।

৩) পালি বাজার থেকে ভ্যান বা স্থানীয় পরিবহণ নিয়ে ০২ (দুই) কি:মি: উত্তর-পশ্চিম কোনে অবস্থিত কিসমত মাড়িয়া মসজিদে যাওয়া যায় । পাকা রাস্তায় আসা যাওয়ার ভাড়া চুক্তি করে নেওয়ায় ভাল হবে । ভ্যান গাড়িতে আসা-যাওয়া মিলে ৪০-৫০ টাকার বেশি লাগবে না ।