Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজশাহী জেলার দুর্গাপুর, উপজেলায় ২ দিন ব্যাপি টি এম এস গ্রনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি মন্ত্রনালয়, বাড়ীবসে বড়লোক- প্রশিক্ষা কার্যক্রম দক্ষতাবাড়ান স্বালম্বী হোন, প্রশিক্ষন কার্যক্রম আজ শেষ হয়েছে। এবং ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে
বিস্তারিত

বাড়ীবসে বড়লোক প্রশিক্ষন

গ্রনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি মন্ত্রনালয়, বাড়ীবসে বড়লোক-

প্রশিক্ষা কার্যক্রম দক্ষতাবাড়ান স্বালম্বী হোন

রাজশাহীজেলার দুর্গাপুর, উপজেলায় ২ দিন ব্যাপি টি এম এস প্রশিক্ষন কার্যক্রম আজশেষ হয়েছে,পরিচালনা দুর্গাপুর অফিস দুর্গাপুর,টিএমএস অঞ্চল প্রধান মো:হেলাল সরকার,মাস্টার ট্রেনার মো: মাহমুদুল রহমান মাসুম,সহ: মো: আবু রায়হান, উপস্থাপনায়: মোছা: সামসুন্নাহার চৌধুরী (কাকলী) এবং মো: মিজানুর রহমানউদ্যোক্তা ৬ নং মাড়িয়া ইউপি,তথ্য ও সেবা কেন্দ্র, এবং ২ দিন ব্যাপিপ্রশিক্ষণ শেষে সবাইকে একটি করে সার্টিফিকে প্রদান করেন, দুর্গাপুর,উপজেলারমহিলা ভাইস চেয়ারম্যান মোছা: বানেছা বেগম, এবং সেখানে আমাদের উদ্যোক্তা সহআরো বিভিন্ন জায়গার স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা এবং টিএমএস এরপরিচালনাদুর্গাপুর অফিস দুর্গাপুর,টিএমএস অঞ্চল প্রধান মো: হেলাল সরকার,মাস্টারট্রেনার মো: মাহমুদুল রহমান মাসুম,সহ: মো: আবু রায়হান, এখান থেকে শিখলামআমারা কিভাবে ঘরে বসে বা বাড়ী বসে বড়লোক হতে পারি, এখানকার মুল উপপাদ্যবিষয় ছিল ওডেস্ক এর কাজ কিভাবে বিদেশীদের সাথে ব্যবসা করবো,এবং এই ব্যবসাকরতে কি কি লাগবে, যেমন কম্পিউটার,লেপটপ,মোডেম,ও ই-মেল, সেই সাথে একটিই-মেল খোলা শেখানো হয়েছে, এবং আমার যে ওডেস্ক খোলা আছে, সেই বিষয় নিয়েআলোচনা করো হয়েছে।

উদ্যোক্তা

মো: মিজানুর রহমান

০১৭৪০-১২০৯৮০

৬ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদ

ছবি
ডাউনলোড