ইতিহাস:- অত্র ইউনিয়নে একটি মাত্র উচ্চ বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়টি উপজেলার মধ্যে বেশ ভালো হিসাবে পরিচিত এখান কার শিক্ষার মান অনেক ভালো এবং সুস্দর পরিবেশে অবস্থিত এর চার পাশে বয়েছে সবুজ শ্যামলে ভোরা এবং এই বিদ্যালয়ের উত্তরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে যা সাধারন মানুসের জন্য পযটর্ন হিসাবে বেশ পরিচিত|
সংক্ষিপ্ত বর্ণনা:- প্রতিষ্ঠানটি ১৯৯১সালে প্রতিষ্ঠিত ১৯৯৮সালে এস্ এসসিপরিক্ষার অনুমতি পায় ২০০৪ সালে এমপিও ভুক্ত হয় এবং ২০০৬ সালে কম্পিউটার খোলার অনুমতি পায়|অত্র বিদ্যালয়টির জমি দান করেন জনাবা ছায়েরা খাতুন এবং প্রতিষ্ঠিত করেন মোল্লা আব্দুল ওয়াহেদ যার ফলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস