মাড়িয়াইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের প্রধান হলো চেয়ারম্যান । তিনি সকলবিধিমালা মেনে বিচার কার্য পরিচালনা করে থাকেন ।
৬নং মাড়িয়া ইউপির আদালতসপ্তাহে দুই দিন বসে থাকে থাকে । প্রতি মঙ্গলবার এবং বৃহ:প্রতিবার আদালতবসে থাকে ।
গঠন:চেয়ারম্যান, বাদী ও বিবাদী পক্ষের ২ জন করে মোট ৫ জন নিয়ে গ্রাম আদালতগঠিত হয়। গ্রাম আদালতের এখতিয়ার: ইউনিয়ন পরিষদ ফৌজদারী ও দেওয়ানী এই ২ধরনের মামলার বিচার করতে পারবে।
গ্রাম আদালতের স্থান নিবাচন: যে ইউনিয়নেএলাকার অপরাধ সংঘটিত হয়েছে সে ইউনিয়নে গ্রাম আদালত গটিত হয়। গ্রাম আদালতেরক্ষমতা: সবোচ্চ ৫.০০০ টাকা ক্ষতি পূরনের মামলা করতে পারে।
গ্রাম আদলকেরসিদ্ধান্ত: মামলার রায় প্রকাশ্য ঘোষনা করতে হবে।রায় ৫/৪ ভোটে হলে আপিল করাযাবে না আর ৩/২ ভোটে হলে আপিল করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস