যোগাগোগ ব্যসস্থা :-
দুর্গাপুর উপজেলা থেকে মাড়িয়া ইউনিয়নের ভিতর দিয়ে শিবপুর হতে রাজশাহীতে বিভিন্ন যোগে যাওয়া যায়। আবার উপজেলা হতে শুরু করে।
১ নং চেবৈাড়িয়া ইউনিয়ন হতে শুরু করে সকল ইউনিয়নে যাওয়া্ যায় ১/৯ ওয়াড ঘোরা যায়।
রাজশাহীজেলার দুর্গাপুর উপজেলায় দক্ষিণ পশ্চিম এলাকা জুড়ে মাড়িয়াইউনিয়ন পরিষদ
অবস্থিত ।
এর আয়তন ১০ বর্গ কিলোমিটার । জনসংখ্যা ২৬১৩৫ জন ।
শিক্ষিতজনসংখ্যা হার ৪৭% জন । শতকরা ৯০ জন কৃষি নির্ভর । সামান্য একটি অংশ ব্যবসা ওচাকুরী নির্ভর ।
মাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকার উত্তরে দেলুয়াবাড়ি ইউনিয়নপরিষদ এলাকা দক্ষিণে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয় পশ্চিমে পবা উপজেলারপারিলা ইউনিয়ন পরিষদ
এলাকা আর পূর্বে দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন ওদুর্গাপুর পৌরসভা এলাকা অবস্থিত ।
মাড়িয়া ইউনিয়নপরিষদ থেকে দূর্গাপুর যেতে বাস,লছিমন,ভ্যান,অটো রিকসা,ইত্যাদি বাহনে যাওয়া আসা করা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS